ভুলিতে পারিনা
নীল আকাশ
আমি জানি সব ছেড়ে
চলে যেতে হবে একদিন
পৃথিবী তোমার এ রুপ
আমি ভুলিতে পারিনা,
কিছুতেই ভুলিতে পারিনা।
সবুজ পাহাড়,চা বাগান, পাটগাছ, ধান
ঝিরঝির পাহাড়ি ঝর্ণা,
ভুলিতে পারিনা, কিছুতেই ভুলিতে পারিনা।
শরৎ এর আকাশে পেঁজা শুভ্র
তুলোর সাথে মেঘের লুকোচুরি
ভুলিতে পারিনা প্রিয়জন তোমাদের পুরোপুরি, ভুলিতে পারিনা, কিছুতেই ভুলিতে পারিনা।
অমাবস্যাকে পিছনে ফেলে জোৎস্নার আলো,
বৃষ্টি শেষে আকাশের গায়ে রামধনু রেখা
ভুলিতে পারিনা, কিছুতেই ভুলিতে পারিনা।
বিকেলের মৃদু রোদে ফড়িং কিংবা
প্রজাপতির রঙিন ডানাগুলো
পারিনা কিছুতেই পারিনা ভুলিতে।
ফেলে আসা সেই সুখ স্মৃতিগুলো খেলার মাঠে ছোট ছোট শিশুদের প্রাণখোলা হাসি,
কিংবা রাখাল বালকের পড়ন্ত বিকেলের
মন হারানো পাগল করা বাঁশি।
পারিনা ভুলিতে কিছুতেই ভুলিতে পারিনা।
গাছে গাছে পাখিদের কলতান
মসজিদ মন্দিরে স্রস্টার জয়গান
পারিনা ভুলিতে কিছুতেই ভুলিতে পারিনা।
সব সৃষ্টির স্রস্টার পরে করি নত মাথা
একটাই প্রার্থনা মৃত্যুর পরেও আবার যেন ফিরে আসি মা তোমারই কোলে-বাবার স্নেহতলে।।