প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীতে কিছু হলুদ সাংবাদিকের অত্যাচারে অতিষ্ট রাজশাহী নগরবাসী। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে বিভিন্ন পেশার সম্মানিত ও ধনী মানুষদের লক্ষ্য করে হুমকি দিয়ে অর্থ আদায় করে। এমনই সাংবাদিকদের একজন মোঃ হাসানুজ্জামান যিনি নিজেকে এশিয়ান টিভি ও দৈনিক লাখো কন্ঠের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তিনি ৪/৫ দিন আগে রাজশাহী মহানগরীস্থ উদয় বোসাকের ব্যবসা প্রতিষ্ঠানে এসে ফিল্মি স্টাইলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।আমি জুয়েল প্রতিষ্ঠানের ম্যানেজার। তথাকথিত সাংবাদিক মোঃ হাসানুজ্জামান ঘটনার দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে পকেট থেকে একটি কাগজ বের করেন যেখানে একটি নিউজ আকারে অসামপ্ত এক পৃষ্ঠার লেখা এবং নিচে তার নাম সম্বলিত দুটি ভিজিটিং কার্ড পিন আপ করে আটকানো। একটি কার্ড দৈনিক লাখো কন্ঠের ও অপরটি এশিয়ান টিভির। উক্ত কাগজে “মাদকনিয়ন্ত্রন অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মদ বিক্রয় করছে উদয় বোসাক” শিরোনামে এক পৃষ্ঠার অসমাপ্ত নিউজটি দেখিয়ে বলেন ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে না দিলে নিউজ করবে এবং আরো অনেক কিছু বলে হুমকি ধামকি দেন যার ভিডিও রেকর্ড রয়েছে। পরবর্তীতে আমরা টাকা না দেয়ায় আবারও হুমকি দেয় এবং “bn.thedailystate.net” পোর্টালে ছবিসহ সেই লেখা নিউজটি প্রকাশ করা হয়।প্রকাশিত নিউজটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
উল্লেখ্য ডি.কে বোসাক এন্ড কোং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত নিউজের প্রতিবাদ জানাচ্ছি এবং তাকে ভুল স্বীকার করে নিয়ে দোষ স্বীকার করে নেওয়ার আহবান জানাচ্ছি অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
নিবেদক
জুয়েল
ম্যানেজার
ডি.কে বোসাক এন্ড কোং