নিজস্ব সংবাদদাতা:

তৃতীয়বারের জন‍্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাসীন করার লক্ষ্যে মুখ‍্যমন্ত্রীর সমর্থনে এবারো প্রচারে নামলেন পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ওয়েবকুপা।

২৭ মার্চ নন্দীগ্রামের সোনাচূড়ার নির্বাচনী সভামঞ্চে রাজ্যের উন্নয়ন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব রাধাকৃষ্ণ মন্ডল সহ প্রমুখ নেতৃত্ব এবং ওয়েবকুপার অসীম মন্ডল,পলাশ বন্দ্যোপাধ্যায়,মনামী মুখার্জী প্রমুখ।

মূল অনুষ্ঠানের শুরুতে নন্দীগ্রামের শহীদদের স্মৃতিকে স্মরণ করে অসংখ্য নীল সাদা বেলুন ওড়ানোর মাধ‍্যমে রাজ‍্যে শান্তি,মৈত্রী ও সম্প্রীতি বজায় ও প্রসারের অঙ্গীকার করা হয়।
উদ্বোধনী সঙ্গীত ও মুখ‍্যমন্ত্রীর লেখা কবিতা পাঠের পর বাংলার উন্নয়ন,বাংলার মানুষের কথা,নির্বাচনী ইস্তাহার প্রমুখ বিষয় নিয়ে সিটি কলেজের অধ‍্যাপক ড. মহীতোষ গায়েন ও নিউব‍্যারাকপুরে কলোনি গার্লস-এর শিক্ষিকা মৌসুমী দাস চাকলাদার রচিত,ওয়েবকুপার সভানেত্রী অধ‍্যাপিকা কৃষ্ণকলি বসু-র প্রযোজনা ও পরিচালনায় পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপকরা পরিবেশন করেন ভাষায়, গানে,কবিতায় প্রতিবাদে প্রতিরোধে কাব‍্য-গীতি-নৃত্য আলেখ‍্য “মমতার সঙ্গে আগামীর বঙ্গে” । ভাষ‍্য,সঙ্গীত, কবিতা ,নৃত্য, মুকাভিনয় মিশ্রিত এই দৃষ্টিনন্দন আলেখ্য সোনাচূড়ার সমস্ত মানুষের মধ্যে অভাবনীয় প্রভাব ফেলে। প্রায় দুই শতাধিক অধ্যাপক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়েবকুপার যে সমস্ত শিল্পী ও কলাকুশলী এই মনোঙ্গ আলেখ‍্য পরিবেশন করেন তারা হলেন ভাষ‍্য ও কবিতায়- অধ্যাপক সায়ন মুখার্জী, দেবযানী পাঠক, কৃষ্ণকলি বসু,আবুল কালাম আজাদ, সৌমিক সাহা, মৌসুমী দাস চাকলাদার,মহীতোষ গায়েন,অরিজিৎ মুখার্জি, মনামী মুখার্জী,ইন্দ্রজিৎ ঘোষ; সঙ্গীতে অধ্যাপিকা দেবশ্রী ভট্টাচার্য্য, প্রধান শিক্ষিকা মৌসুমী মন্ডল, নরেন্দ্র ভট্টাচার্য, সাথী ভট্টাচার্য্য, দেবাশীষ মজুমদার, সৌমিক সাহা।

নৃত্য পরিবেশন করেন অদ্বিতীয়া ড‍্যান্স একাডেমির কোরিওগ্রাফার প্রিয়াঙ্কা গাঙ্গুলী, শালিনী ভাদুড়ি,ভূমিকা হাজরা, তনুশ্রী ব‍্যানার্জী। আলেখ‍্যর সাথে সঙ্গতি রেখে মুকাভিনয়ে ছিলেন শাশ্বত বিশ্বাস(নির্দেশনা) পরিবেশনায় প্রিয়াঙ্কা মন্ডল,অমিত হালদার,সোনাল সিনহা ,আশুতোষ দে।

মূল অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মহীতোষ গায়েন ও সমগ্ৰ অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন অধ্যাপিকা কৃষ্ণকলি বসু।  ঐদিন অনুষ্ঠানের ব‍্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক শান্তিনাথ মন্ডল,দীপজ‍্যোতি কর, রমেশ বর্মণ, সুমন দে সহ ওয়েকুপার প্রমুখ সদস‍্য‍। ওয়েবকুপার এই অনুষ্ঠানে আসা স্থানীয় মানুষ রাস্তাতেও সমবেত হয়ে সারিবদ্ধভাবে মুগ্ধ হয়ে যেভাবে অনুষ্ঠান উপভোগ করছিলেন তাতে ঐ সময়ে ঐ রাস্তাতেই চলাচল করা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কনভয়ও থমকে যায়।

1 মন্তব্য

  1. এর থেকে প্রমাণিত আমাদের – আপনাদের সকলের শ্রদ্ধেয় দিদি আবার বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। আসুন আমরা সকলে মিলে দিদির হাত শক্ত করে, বাংলার উন্নয়নে সামিল হই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে