ব্যালট বক্সের যুদ্ধ
শ্রী রাজীব দত্ত
দিনবদলের ডাক দিচ্ছে,
হরেক রকম নেতা,
দিন ফুরালে, কাজের শেষে,
থাকে না তার কোন মাথাব্যথা।
কর্মী হয়ে যখন লড়াই  করি,
তখন সোনার ছেলে,
কার্যসিদ্ধির পর, কি যায় আসে
 তুমি হারিয়ে গেলে?
তাইতো বলি
হোক ব্যালট বক্সের যুদ্ধ
সম্পর্কগুলো সম্পর্কিত থাক
ভাইয়ের প্রতি কেন হব ক্রুদ্ধ ।
রাজনীতি কিংবা দলাদলি
হোক ময়দানে
বিপক্ষ কিংবা প্রতিপক্ষ
মিলিত হও মহা জীবনের আহবানে।
ভালোভাবে বেঁচে থাকি, এটাই হোক সকলের মন্ত্র
ভোটাভুটি, রাজনীতি, বহুমুখী ষড়যন্ত্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে