নন্দীগ্রামের রাত প্রত্যাশায় থাকে
মহীতোষ গায়েন
রাতের রাস্তা শুনশান,রাস্তায় নিয়নের
বাতিগুলো সব নিভে গেছে ,রাত ১২টা…
তখন আমরা চলেছি সোনাচূড়া স্কুল মাঠ
রাত পোহালেই সভা ,গীতি -নৃত্য ভাষ্যে।
মানুষের সাথে মানুষের পাশে থাকার তীব্র
আকুতি নিয়ে শিক্ষকরা চলেছি,রাত বাড়ে,
শহিদের স্মৃতিমাখা গ্রাম নন্দীগ্রাম, দুপাশে
ইউক্যালিপটাস গাছের সারি অভিবাদন জানায়।
এই নন্দীগ্রামের আকাশ,বাতাস,হিমেল ঠাণ্ডা
রাতের অন্ধকারে মানুষের কথা বলে,স্বপ্নের
কথা বলে; তারই সন্ধানে আমাদের পথচলা
আমাদের বাংলা আগামীর উজ্জল প্রত্যাশায়।