সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের উদ্দোগ্যে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় রাণীশংকৈল মডেল সরকারি প্রা:বিদ্যালয়ে সারাদিন ব্যাপী চলে ফ্রি ডায়াবেটিস নির্ণয় কার্যক্রম।

উক্ত ফ্রি ডায়াবেটিক নির্ণয় ক্যাম্প সভাপতিত্ব করেন উপজেলা আ:লীগ এর সভাপতি সহিদুল হক এবং উদ্ভোধন করেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপক উপাদক্ষ ফয়জুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার বসাক, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক আবু শাহানশা ইকবাল, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ডায়াবেটিক হাসপাতালে কর্মকর্তা কর্মচারী প্রমূখ।

ডায়াবেটিকস পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব পালন করেন ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে