হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে আটটি মাদক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতারকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

গত ২৪ মার্চ দিবাগত রাতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ এসআই আহসান হাবিব, এসআই ইসমাইল হোসেন, এসআই কাইয়ুম আলী, এএসআই সহিদুল ইসলাম, এএসআ্‌ই জিল্লুর রহমান সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলার জোড়্গাছ বাজার থেকে ৮ টি মাদক মামলার আসামী মোঃ নজির হোসেনের ছেলে মোখলেছুর রহমান পচু কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে। এছাড়া জিআর-০৩/২০ (চিলমারী ) এর ০৩ টি ওয়ারেন্ট মূলে মৃত-আব্দুল শেখের ছেলে মোঃ সিদ্দিক মিয়া(৫৩), সিদ্দিক মিয়ার ছেলে মোঃ নিরাশা মিয়া (২০), ফুলমিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া কে জোড়গাছ পুরাতন বাজার থেকে গ্রেফতার করা হয়। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্ধ করা হয় বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে