সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
গত ২১ মার্চ (রবিবার) রাতে ওই বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এতে মোঃ শামীম হোসেন ও হারুনুর রশিদ এর জ্বালানি তেলের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারনা করা হয়।
উক্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান গুলো হল মোঃ শামীম হোসেন, হারুনুর রশিদ এর তেলের দোকান,ফটিক আলীর মুদির দোকান, মুনিরুলের মুদি দোকান, আব্দুল মান্নান এর ধান চাউলের গোড়াইন, আশরাফুল এর বস্তার গোড়াইন, জামান ট্রেডার্স, আলমগীর ইলেকট্রনিক্স, রবিউল ট্রেডার্স ও আশা সংস্থার ৩টি অফিস কক্ষ সহ ১২টি প্রতিষ্ঠান।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মোঃ মেরাজ আলী, টিম লিডার মোঃ রফিকুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে রাণীশংকৈল ও বোচাগঞ্জ উপজেলার ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে এতে ক্ষয়ক্ষতি বিষয়ে জানতে চাইলে তারা প্রাথমিক ভাবে জানান যেহেতু এটা বড় অগ্নিসংযোগ এতে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার মত ক্ষতি হবেই।