খুলনা প্রতিনিধি :
‘স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা মুক্ত দেশ গড়ি। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।’- এ শ্লোগানকে সামনে রেখে সোমবার (২২ মার্চ) দুপুরে করোনার ২য় ধাপ মোকাবেলায় রূপসা থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ও মাস্ক বিতরণ করা হয়।
এদিন করোনা সচেতনতামূলক শোভাযাত্রাটি রূপসা ঘাট এলাকা থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংকের মোড় এলাকার হয়ে ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা চলাকালে মাস্কবিহীন অসংখ্য পথচারীদের মাস্ক পরিয়ে দেয় জেলা পুলিশ সুপার ও সদস্যবৃন্দ।
জনসচেতনতামূলক এ শোভাযাত্রা উদ্বোধন করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।
অন্যান্যের মধ্যে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল এস এম রাজু আহমেদ, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল গফুর খান, উপজেলা আ’লীগ নেতা অহিদুজ্জামান,নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম(মেজ ভাই),মোঃ ফরিদ শেখ,কৃষক লীগ নেতা আব্দুল মান্নান শেখ, হারুন মোল্লা,রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সহ-সভাপতি এমএ মুরশিদ আলী ,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলীসহ থানা পুলিশের সকল এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘করোনার ১ম ধাপে পুলিশ সম্মূখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছে। এবার ২য় ধাপে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজে সকলের সহযোগীতা কাম্য!।