কবিতা দিবস
শ্রী রাজীব দত্ত
কবিতা বাড়িয়ে তোলে মনের শক্তি
কবিতা হয়ে উঠুক বেদনার মুক্তি ।
অনেক কিছু না বলা ভাষা
কবিতায় প্রকাশ পায় কবির আশা।
কবিতা কখনো মন ভালো করার
আবার কখনো দুঃখকে ভোলার ।
প্রেমের প্রস্তাবেও কবিতা
প্রতিমুহূর্তে কবিতা অনুভব সর্বদা।
কবির কাছে প্রতিটি কবিতা এক একটি সন্তান
সৃষ্টির খোঁজে এ এক অন্য অনুদান।
সাহিত্য জীবনে প্রতিটা দিন কবিতাময়
মন  ফকিরের গানের সুরেও কবিতা জন্মায়।
জীবনে চলার পথে কবিতাকে ঘিরে
কবিতাও পারে আলো  ফেরাতে অন্ধকারের বুক চিরে।
প্রতিনিয়ত নতুন কবিতা হচ্ছে সৃষ্টি
বদল হবে একদিন ঠিক এই সমাজের দৃষ্টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে