সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে রাজারহাটে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

রবিবার(২১ মার্চ)দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট উপজেলা শাখার আয়োজনে প্রেসক্লাব রাজারহাট এর সামনে এ কর্মসূচি পালিত হয় ।

ফোরামের রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মোঃ এনামুল হক,
এ সময় আরো উপস্থিত ছিলেন
রমেশ চন্দ্র সরকার,মোহাম্মদ আলী মন্ডল এটম,রেজাউল করিম,আমিনুল ইসলাম, প্রহলাদ মন্ডল সৈকত,রাশেদুল ইসলাম রাসেদ,আনিছুর রহমান, মোজাহিদুল ইসলাম মুজাহিদ, সাইফুল ইসলাম, আলতাফ হোসেন,সোহেল রানা প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে নিবন্ধনহীন বিপিডিএ এর জনৈক ব্যক্তি কর্তৃক মিথ্যা মামলার তীব্র নিন্দা,প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন,”রংপুরের প্রান্তঃজনের দুঃখ দুর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরার মাধ্যমে সাংবাদিক রতন সরকার ইতোমধ্যে উত্তর জনপদের জনপ্রিয় সাংবাদিক হয়ে উঠেছেন,কৃতী এই সাংবাদিকের
নামে মামলা দিয়ে কণ্ঠরোধের কোনও ষড়যন্ত্র সাংবাদিক সমাজ মেনে নেবে না।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন বলেন,সম্প্রতি বিপিডিএ নামক ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানার সব অনিয়ম দুর্নীতি লুটপাট ও শিক্ষার্থীদের সোনালী সময় ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন বিশেষ প্রতিবেদক রতন সরকার। দুর্নীতিবাজ বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে বরাবরের মতো সাংবাদিকদের নামে নিয়ে আসা চাঁদাবাজির মুখরোচক অভিযোগ এনে আদালতে মামলা করে।

আমরা মফস্বল সাংবাদিকের পক্ষ থেকে এমন মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই সেই সাথে বিপিডিএ এর মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে