বিশ্ব কবিতা দিবসের কথা
মহীতোষ গায়েন

বিতর্ক ও ঝঞ্ঝাট চাই না,শুধু ভালোবাসাই চাই…
সততা চাই,মর্যাদা চাই,সৎকর্মের মূল‍্য যেন পাই;
কবিতায় প্রেমে প্রতিবাদে উঠুক আওয়াজ আজ
মিছিলে সভায় শ্রম ও ঘামের লড়াই শুরুর কাজ।

কবিতা দিবসে আগুন ঝরুক কলম ও চেতনায়
ক্রোধ হিংসার বিনাশ করে হোক মানবতার জয়,
অসহায় আর বঞ্চিতদের জন‍্য লড়াই জারি রাখ
বঞ্চনা আর শোষণ মুক্তিপথের স্বপ্ন বুকে আঁক।

কবিতা দিবসে বাতাসে বইছে সম্প্রীতি গান সুর
এসো সবাই বিভেদ ঘুচিয়ে করি আপন পর দূর,
সব দিন হোক কবিতা দিবস আসুক শান্তি সুখ
সব শব্দ অক্ষর হোক এবার মহামুক্তির অভিমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে