হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ১০টায় ২৫ পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে সামাজিক নিরাপত্তা বজায় রেখে সু-সজ্জিত একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, চিলমারী মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চিলমারী সরকারি কলেজ, চিলমারী মহিলা ডিগ্রী কলেজ, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ, চিলমারী বিএম কলেজ, থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বীরমুক্তিযোদ্ধা সংগঠক শামসুল হক বিএসসি কারিগরী স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ কৃষক লীগ ও সারা হাসপাতাল পুস্পমাল্য অর্পণ করেন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, মোঃ জয়নুল আবেদীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা কৃষি অফিসার প্রণয় বিশান দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিনহাজুল ইসলাম, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ ও উপজেলা স্বেচ্ছাসেকলীগের আহবায়ক মোঃ মাহাবুবুর রশীদ বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার। বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।