হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র দিক নির্দেশনায় মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং,পারিবারিক কলহ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিট পুলিশিং উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম এর উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ সময় বিট পুলিশিং কার্যক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণ কৃষ্ণ দেবনাথ ও এসআই আতাউর রহমান উপস্থিত থেকে এলাকার জনগণকে মাদক, জুয়া, বাল্যবিবাহ জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে সচেতন করেন এবং তথ্য দেয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান।