হাবিবুর রহমান চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র দিক নির্দেশনায় মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং,পারিবারিক কলহ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিট পুলিশিং উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় বিট পুলিশিং কার্যক্রম এর উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ সময় বিট পুলিশিং কার্যক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণ কৃষ্ণ দেবনাথ ও এসআই আতাউর রহমান উপস্থিত থেকে এলাকার জনগণকে মাদক, জুয়া, বাল্যবিবাহ জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে সচেতন করেন এবং তথ্য দেয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে