প্রিয় তুমি কত দূরে….?
মিজানুর রহমান

ক্ষনিকের দূরদৃষ্টিতে মনে হয়
তুমি রহিয়াছো সমুদ্রতটে
রাশি রাশি বালুচর গগনচুম্বী শুভ্র নীলআকাশ,
যেন তোমার প্রচ্ছন্নতার প্রহরায়।

কতশত প্রবাল রঙে রূপে মুগ্ধ করেছে তোমায়!
তুমি লালিত মুক্তা খচিত শামুকের খোঁজে,
তুমি মগ্ন খেলায় রাজহাঁস রাজহংসীর
সাঁতার প্রতিযোগিতার পারদর্শিতায়।

গ্রীষ্মের অমোঘ পরিবেশের মাঝে
ফুটি তরমুজের খেতে এত কেন লুকোচুরি,
বেলা দ্বিপ্রহরে ঘনিয়ে আসে মেঘাচ্ছন্ন বেলা
শতশত মেঘমালা ঘটাকরে ছোটাছুটি;
একি কালবৈশাখীর খেলা?
পথে-ঘাটে রাখালেরা করে সব ছোটাছুটি
অফুরন্ত বেলা শেষে,
ঢলে আসে দিগন্তের কোলে।
বলো….. তুমি এখনো কত দূরে?
জেলেরা সব ঘরে ফিরে পাখিরা নীড়ে
তবুও কি মনে নাহি হয়!
প্রিয় এখনো কত দূরে…?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে