Dhaka ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অবেশেষে অবৈধ স্থাপনা মুক্ত হলো সান্তাহারে রেলওয়ে স্টেশনের জায়গা ॥ ৫জনের অর্থদন্ডসহ ২জনের কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • ১৩৩ Time View

মোঃ সাইদুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ ও বগুড়া জেলার মোহনায় অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার। কিন্তু বর্তমান সময়ে স্টেশনের আশেপাশে রেলের সিংহভাগ জায়গা অবৈধ দখলের শিকার। সম্প্রতি দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গনমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিরা সান্তাহার রেলওয়ের জায়গা অবৈধ ভাবে দখল করে স্থায়ী পিরামিড ও দোকান ঘর নির্মানের উপর সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের পরই নড়েসড়ে বসে রেল কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় সান্তাহারে রেলওয়ে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার দিনভর সান্তাহার রেলগেট থেকে শুরু করে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫জনকে জরিমানা ও ২জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভ’সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে বিপুল পরিমান রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীন সদস্য উপস্থিত ছিলেন। আদালত সান্তাহার শহরের আমবাগান, রেলগেট চত্বর, লোকো পশ্চিম কলোনী, শহরের মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫জনের জরিমানাসহ ২জনের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সান্তাহার বশিপুর এলাকার আতিকুজ্জামানের ৫হাজার টাকা, আব্দুল মান্নানের ১০হাজার টাকা, মিলটন হোসেনের ৫হাজার টাকা, লিটন ডটকমের ৫হাজার টাকা ও ৫ বছর ধরে খাজনা না দেওয়ার অপরাধে হোটেল স্টারের ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং শহিদুল ইসলাম ও মিঠু হোসেনকে ৭দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও স্টার আবাসিক হোটেল সিলকালা করাসহ অজ্ঞাত এক ব্যক্তির বাড়ির মালামাল নিলাম করাসহ সাড়ে ১১হাজার টাকা এবং শান্ত নামের ব্যক্তির বাড়ি নির্মাণের স্থাপনার কাজ বন্ধ করে সেখানে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়। আদালত মোট ১৩ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাসা সিলগালা ও ৮৬ হাজার পাঁচশ টাকা জরিমানা করেন।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেন, উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। এই অভিযান আগামী সপ্তাহে আবারও শুরু করা হবে। রেলওয়ে লাইনের মাঝে এবং এর আশেপাশে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিলো। তারই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন সান্তাহার স্টেশন মাস্টার হাবিবুর রহমান, আরএনবি পরিদর্শক নূর নবী, রেলওয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসএই রুস্তম ফারুক, স্টেট বিভাগের আমিন আলিমুর রাজিব প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

অবেশেষে অবৈধ স্থাপনা মুক্ত হলো সান্তাহারে রেলওয়ে স্টেশনের জায়গা ॥ ৫জনের অর্থদন্ডসহ ২জনের কারাদন্ড

Update Time : ০৪:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

মোঃ সাইদুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ ও বগুড়া জেলার মোহনায় অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার। কিন্তু বর্তমান সময়ে স্টেশনের আশেপাশে রেলের সিংহভাগ জায়গা অবৈধ দখলের শিকার। সম্প্রতি দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গনমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিরা সান্তাহার রেলওয়ের জায়গা অবৈধ ভাবে দখল করে স্থায়ী পিরামিড ও দোকান ঘর নির্মানের উপর সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের পরই নড়েসড়ে বসে রেল কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় সান্তাহারে রেলওয়ে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার দিনভর সান্তাহার রেলগেট থেকে শুরু করে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫জনকে জরিমানা ও ২জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভ’সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে বিপুল পরিমান রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীন সদস্য উপস্থিত ছিলেন। আদালত সান্তাহার শহরের আমবাগান, রেলগেট চত্বর, লোকো পশ্চিম কলোনী, শহরের মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫জনের জরিমানাসহ ২জনের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সান্তাহার বশিপুর এলাকার আতিকুজ্জামানের ৫হাজার টাকা, আব্দুল মান্নানের ১০হাজার টাকা, মিলটন হোসেনের ৫হাজার টাকা, লিটন ডটকমের ৫হাজার টাকা ও ৫ বছর ধরে খাজনা না দেওয়ার অপরাধে হোটেল স্টারের ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং শহিদুল ইসলাম ও মিঠু হোসেনকে ৭দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও স্টার আবাসিক হোটেল সিলকালা করাসহ অজ্ঞাত এক ব্যক্তির বাড়ির মালামাল নিলাম করাসহ সাড়ে ১১হাজার টাকা এবং শান্ত নামের ব্যক্তির বাড়ি নির্মাণের স্থাপনার কাজ বন্ধ করে সেখানে লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়। আদালত মোট ১৩ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাসা সিলগালা ও ৮৬ হাজার পাঁচশ টাকা জরিমানা করেন।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেন, উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। এই অভিযান আগামী সপ্তাহে আবারও শুরু করা হবে। রেলওয়ে লাইনের মাঝে এবং এর আশেপাশে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলে অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিলো। তারই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন সান্তাহার স্টেশন মাস্টার হাবিবুর রহমান, আরএনবি পরিদর্শক নূর নবী, রেলওয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসএই রুস্তম ফারুক, স্টেট বিভাগের আমিন আলিমুর রাজিব প্রমূখ।