রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী ওয়াসায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জাকির হোসেন।

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজার প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আলী হাসান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য হয়েছেন। রোববার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে আরও ৫ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) আব্দুল মান্নানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমুল হক খানকে স্বাস্থ্য সেবা বিভাগে, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মো. রেজাউল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হককে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্যকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক (মিশন) করা হয়েছে। এজন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে