সিংড়া(নাটোর), প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ৩ নং ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ৩ নং ইটালি ইউনিয়ন আওয়ামীলীগ প্রভাষক মো: দেদার হায়াত।

রবিবার বিকাল ৪টায় সিংড়া উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন এবং উপজেলাসহ ইটালি ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।

দেদার হায়াত

তিনি আরো বলেন, আমার পিতা মৃত আলহাজ্ব মোজাহার আলী ইটালি ইউনিয়ন আ’লীগের সদস্য ছিলেন এবং আমি আ’লীগ পরিবারের সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক তুলে দিবেন বলে আশাবাদি। নৌকা প্রতীক পেলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরন আরম্ভ করেন উপজেলা আ’লীগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে