খুলনা প্রতিনিধি:
দৌলতপুর মেসার্স সৌরভ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মিতা ভট্টাচার্য উরফে মিতা বাগচীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার (১০ মার্চ) খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ শহিদুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন দুদক এর পিপি খন্দকার মজিবুর রহমান জানান, উচ্চ আদালতের জামিনে ছিলেন আসামি মিতা বাগচী। আজ নিম্ন আদালতে হাজির হওয়ার শেষ দিন ছিল। আসামি আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তিনি আরো জানান, খুলনা সোনালী ব্যাংক স্যার ইকবাল রোড কর্পোরেট শাখা থেকে ২০১০-১১ পাট মৌসুমে তিন কোটি ৭৪ লাখ টাকা ঋণ নেয় সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য। সুদ-আসলে ওই ঋণের টাকা ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়। ব্যাংকের এই টাকা আত্মসাৎ করে মিতা বাগচী।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচী খুলনার পাট ব্যবসায়ী লক্ষণ জুট মিলের মালিক সুজিত কুমার ভট্টাচার্যের স্ত্রী। পাট ব্যবসায়ী লক্ষণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে