মোঃ সাইদুল ইসলাম, নওগাঁ রানীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে মানবধিকার ও আইন সচেতনতা বিষয়ক এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার দুপুরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশ নেয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল,নওগাঁ জেলা মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচীর ব্যবস্থাপক আবু সায়েম,এইচআর এলএস রাণীনগর শাখার শাহানা সুলতানা,সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর রাণীনগর শাখার মাহফুজা খাতুনসহ ইউপি সদস্য,সাংবাদিক শ্রী মনোরঞ্জন চন্দ্র সহ স্থানীয় নিকাহ রেজিষ্টার,আলেম, সুশিল সমাজের লোকজন। সভায় মানবধিকার,জেন্ডার,ন্যায্যতা ও সমতা,পারিবারিক আইন ও বিরোধ,সালিশযোগ্য ও সালিশ অযোগ্য অপরাধ,প্রতিবন্ধি ব্যাক্তির অধিকার ও মানব পাচার নিয়ে মত বিনিময় করা হয়।