প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং স্যুভেনির শীট অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী আজ বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং স্যুভেনির শীট অবমুক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
(রোববার) ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ফিলাটেলিক ব্যুরো থেকে ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং স্যুভেনির শীট বিক্রি করা হবে।
১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তার অগ্নিগর্ভ ভাষণের মাধ্যমে দীর্ঘ লালিত স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন।
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেস কোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লক্ষ লক্ষ স্বাধীনতাকামি মানুষের সমাবেশে বঙ্গবন্ধু স্বাধীনতার প্রকৃত ঘোষণা করে বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’।