বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে শুরু করেছেন প্রার্থীরা ।
জাতীয় পার্টির একক প্রার্থী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অশোক কুমার দেব এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম প্রার্থী হিসাবে বিভিন্নভাবে জানান দিচ্ছেন এবং সমর্থকদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন । বিএনপি দলগতভাবে অংশ না নেওয়ার ঘোষনায় এখনও স্থানীয় বিএনপি নিরব রয়েছে। তবে আওয়ামী লীগের দুইজন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে বিভিন্নভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষন করছেন।দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান জানান, তৃনমুল নেতাকর্মিদের মতামতের ভিত্তিতে তালোড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মাহফুজার রহমান দুলাল এবং উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক টিপুর নাম উপজেলা ও জেলা কমিটির সভাপতি- সাধারন সম্পাদকের সুপারিশে ঢাকায় কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হয়েছে।
ঘোষিত তফশীল অনুযায়ী, ১৮ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৯ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন দলীয় প্রতিকে অনুষ্ঠিত হলেও স্বতন্ত্র প্রতিকের প্রার্থী জয়লাভ করেন।