সোহেল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পূর্ব কাশিপুর গ্রামের মৃত মমিনুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (৫২) ও পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামের হাসমত আলীর ছেলে আব্দুণ গণি (৪৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব-কাশিপুর এলাকার একটি বাঁশ ঝাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে অন্য জুয়াড়িরা পালিয়ে গেলেও দুই জুয়াড়িকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ খেলার তাস জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে