মোংলা প্রতিনিধি:
মোংলা বন্দরের পশুর চ্যানেলে কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার বানিয়াশান্তা এলাকার পশুর নদীতে তলা ফেটে কয়লা বোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়।মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোংলা বন্দরের পশুর চ্যানেলে হারবাড়িয়ার ৭ নম্বর অ্যাংকোরেজ থাকা বিদেশি জাহাজ এমভি জসকো থেকে শনিবার প্রায় ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮। রাতে কার্গো জাহাজটি ওই বিদেশি জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এসময় ওই জাহাজের মাস্টারসহ ১০জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে তীরে উঠে যায়।এদিকে, জাহাজটি উদ্ধারে কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিং ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।