টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বিজয়ী হওয়ার ২৫ দিন পর উৎসবমুখর পরিবেশে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান ও কাউন্সিলরগন দায়িত্ব গ্রহণ করলেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর ভবনে বিদায়ী মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল স্বাক্ষরিত ফাইল সচিব আব্দুল বাতেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।পরে পৌরসভার সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চনালয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম, আ’লীগ নেতা শফি উদ্দিন, ব্যবসায়ী একেএম ফজলুল হক কাশেম ও ইউনুছ আলী প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে