ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহ শৈলকুপা থানা এলাকার ভাটই বাজার থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‍্যাব-৬।
                                                                               মঙ্গলবার (২৩/০২/২১ ইং) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার শৈলকুপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটই বাজারস্থ ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশ থেকে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ কবির (৪০), পিতা-ফকির মোহাম্মদ, সাং-চাঁদপুর (দক্ষিনপাড়া), থানা- শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।উক্ত গ্রেফতারকৃতের নিকট হতে ৩৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোটরসাইকেল, ০১ টি মোবাইল সেট, ০২ টি সীম কার্ড এবং নগদ ২৫০০/- উদ্ধার করা হয়।পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে