রুদ্র অয়ন’র অণু কবিতাগুচ্ছ  
সর্বনাশ
সবাই বলে ফাগুন মানে
বসন্ত- ফুলের মাস,
আমি বলি আমার প্রেমের
হয়েছে যে সর্বনাশ!

তোমার মাঝে আমি  

সারাটা জীবন তোমার বুকে
রাখতে যে চাই মাথা,
তোমার আমার জীবন সেতো
একি সুতোয় গাঁথা।

ভালোবাসি তোমায়

সুখে ও দুঃখে সারাটি জীবন
থেকো আমার পাশে,
আমার এ হৃদয় শুধুই যে গো
তোমায় ভালোবাসে।

পাশে থাকো যদি

আমার কাঁধে থাকে যদি
তোমার ভালোবাসার হাত,
নির্ভয়ে পাড়ি দিতে পারি
হাজারও বন্ধুর পথ।

অপ্রকাশিত ভালোবাসা 

নিজেকে প্রকাশের
ক্ষমতা কোথায়?
যখন জানলাম
তুমি অন্য কারও!

আশা নিরাশা

এক চোখে ভালোবাসা আঁকি
আরেক চোখেতে ভয়,
জানিনে হারিয়ে ফেলবো নাকি
করবো তোমায় জয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে