বিশেষ প্রতিনিধি, বগুড়া:
ঝুপড়ি ছাপড়া ঘরে চা বিক্রি করতেন বগুড়ার শিবগঞ্জের গাংনগরের হক (এন্দা)। চালের টিন নষ্ট হয়ে ছোট্ট এ ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়েছিল তার। এমন দুরাবস্হা নজরে আসে বগুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন জাগো বগুড়ার।
পরে এই সংগঠনটি উদ্যোগ নেয় এন্দা কে একটি নতুন চা-স্টল করে দেয়ার। জাগো বগুড়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে অর্থ দিয়ে সহযোগীতায় এগিয়ে আসেন বগুড়া বারের আইনজীবী এড. কামাল উদ্দিন ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন।