এমনিতেই করোনার থাবায় স্থবিরতা নেমে এসেছে মার্কিনিদের জীবনে। এর মধ্যে আরও সংকটে ফেলে দিয়েছে হিমপ্রবাহ।
দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে তুষারঝড়। যাতে বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন।
সতর্কতা জারি করা হয়েছে ক্যানটাকি, মিসিসিপি, অ্যালাবামাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে।
দেশটির আবহাওয়া সতর্ক করে বলছে, যুক্তরাষ্ট্রের ১৫ কোটির বেশি মানুষের উপর তুষারঝড়ের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় টেক্সাসে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন টেক্সাসের গভর্নর। তিনি জানান, ‘রাজ্যটির বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তুষারঝড়ে টেক্সাস ও হাউসটনে অন্তত ১২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এদিকে ভারী তুষারপাত, বরফ ও ঝড়ো বাতাসের ফলে ক্যানটাকি, মিসিসিপি, অ্যালাবামাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আজ মঙ্গলবার পর্যন্ত বিমান চলাচল বন্ধ রয়েছে।