Dhaka ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের মোমিন পাড়া সীমান্তে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১২৯ Time View

মনজু হোসেন, ব্যুরো প্রধান পঞ্চগড়:

পঞ্চগড়ের মোমিন পাড়া সীমান্ত থেকে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর সদস্যরা।

রোববার(১৪ ফেব্রুয়ারী) রাতে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকার মোমিন পাড়া থেকে তাকে ধরে নিয়ে যায় তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই ইউনিয়নের মোমিন পাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৩ এর ৭ ও ৮ সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করে ওমর ফারুক সহ ৩ জন পুলিশ সদস্য। পরে ওই এলাকার ভারতীয় নাগরিকদের সাথে তাদের তর্ক হয়। পরে ধস্তাধস্তি শুরু হলে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে ভারতীয়রা মারধর করে আটকে রাখে। পরে তারা তাকে বিএসএফের হাতে তুলে দেন। এসময় মোশারফ হোসেন সহ কয়েকজন পুলিশ সদস্য পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

স্থানীয়দের অভিযোগ, গতকাল আমরা ওমর ফারুক নামের ওই পুলিশ সদস্যকে এই এলাকায় প্রথম দেখেছি। মোশারফ নামের আরেক পুলিশ সদস্য প্রায়ই এ সীমান্তে আসেন। তিনি তাকে এই এলাকায় নিয়ে এসেছেন। মোশারফ ভারতীয় নাগরিকদের সাথে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।

ঘাগড়া সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার মো রুহুল আমিন জানান, আমরা এ ব্যাপারে স্থানীয়দের কাছে শুনেছি। তবে তিনি কেন ভারতীয় সীমান্তে গেছেন আমরা জানিনা। আমরা বিএসএফের সাথে কথা বলেছি তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন তিনি এখন জলপাইগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো পতাকা বৈঠক বা চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে। তবে কোম্পানী কমান্ডার সুবেদার মো রুহুল আমিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

পঞ্চগড়ের মোমিন পাড়া সীমান্তে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Update Time : ০৪:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

মনজু হোসেন, ব্যুরো প্রধান পঞ্চগড়:

পঞ্চগড়ের মোমিন পাড়া সীমান্ত থেকে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর সদস্যরা।

রোববার(১৪ ফেব্রুয়ারী) রাতে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকার মোমিন পাড়া থেকে তাকে ধরে নিয়ে যায় তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই ইউনিয়নের মোমিন পাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৩ এর ৭ ও ৮ সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করে ওমর ফারুক সহ ৩ জন পুলিশ সদস্য। পরে ওই এলাকার ভারতীয় নাগরিকদের সাথে তাদের তর্ক হয়। পরে ধস্তাধস্তি শুরু হলে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে ভারতীয়রা মারধর করে আটকে রাখে। পরে তারা তাকে বিএসএফের হাতে তুলে দেন। এসময় মোশারফ হোসেন সহ কয়েকজন পুলিশ সদস্য পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

স্থানীয়দের অভিযোগ, গতকাল আমরা ওমর ফারুক নামের ওই পুলিশ সদস্যকে এই এলাকায় প্রথম দেখেছি। মোশারফ নামের আরেক পুলিশ সদস্য প্রায়ই এ সীমান্তে আসেন। তিনি তাকে এই এলাকায় নিয়ে এসেছেন। মোশারফ ভারতীয় নাগরিকদের সাথে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।

ঘাগড়া সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার মো রুহুল আমিন জানান, আমরা এ ব্যাপারে স্থানীয়দের কাছে শুনেছি। তবে তিনি কেন ভারতীয় সীমান্তে গেছেন আমরা জানিনা। আমরা বিএসএফের সাথে কথা বলেছি তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন তিনি এখন জলপাইগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো পতাকা বৈঠক বা চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে। তবে কোম্পানী কমান্ডার সুবেদার মো রুহুল আমিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।