রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে
দৈনিক স্বদেশ প্রতিদিন এর ৯ম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারটায় বাংলাদেশের শিশু একাডেমি মিলনায়তনে স্বদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন’র সার্বিক তত্বাবধানে সাংবাদিক শাহিনুর রহমান সোনা ও শিশু একাডেমির শিক্ষক বিপাশা তালুকদার’র এর সঞ্চালনায় অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো: মোকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত বর্ষপূর্তিতে বরেণ্য শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারোয়ার, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল, বিএমএসএফ রাজশাহী জেলা সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সি: সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী,আরজেএফ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, মানবাধিকার সংগঠন আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট, সাধারণ সম্পাদক সাগর নোমানী,সাংবাদিক সানোয়ার আরিফ সহ রাজশাহীর সাংবাদিক ও সুধী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে