ইমদাদুল হক ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে যখন সবাই দিনটিউৎযাপন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন তখন ঝিনাইদহের শৈলকূপায় একদল প্রেম বঞ্চিত যুবক বিক্ষোভ মিছিল করেছেন।
রবিবার সকালে শৈলকূপা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে। তাদের স্লোগান ছিল- “কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না” “চিপাই চাপাই পড়লে ধরা, মাইর হবে উরাধুরা” “প্রেমের নামে ছলনা, চলবে না চলবে না” ২০২১ সাল সিঙ্গেলদের বিজয়কাল”।
এ সময় তারা প্রেমের সুষ্ঠু বণ্টন চেয়ে স্লোগান ও বিক্ষোভ মিছিল করে।মিছিলের নেতৃত্ব দেন গাড়াগঞ্জ প্রেম বঞ্চিত সংঘের নেতা আরিয়ান হোসেন শোভন, পারভেজ খন্দকার, শিশির আহম্মেদ, রিকু মাহমুদ সাব্বির ও সোহান হোসেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা।
প্রেম বঞ্চিত সংঘ একটি ফেইসবুক গ্রুপ। এ গ্রুপের সদস্যরা মূলত প্রেমের নামে অশ্লীলতা ও বেহায়াপানার বিপক্ষে।