মোংলা প্রতিনিধিঃ
মোংলায় ব্যাপক আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা প্রশাসন,বাংলাদেশ পরিবেশ আন্দলন (বাপা),ওয়াটারকিপার্স বাংলাদেশ,বাদাবন সংঘ,সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটার কিপার মোংলা বাগেরহাটের এর আয়োজনে রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী সচেতনতামূলক র্যালী,শপথগ্রহণ,মা
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর বনজীবিদের শপথ বাক্য পাঠ করান এবং সুন্দরবন দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের ফুসফুস,অফুরন্ত জিবন জিবিকার উৎস সুন্দরবন সুরক্ষায় সচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীটি মোংলা চৌধুরী মোড় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সকাল ১১টায় বিপদাপন সুন্দরবন রক্ষায় সুন্দরবন প্রেমীরা মানববন্ধন করেন। বিকাল ৪টায় মোংলার পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ”সুন্দরবনের প্রাণ-প্রকৃতি” বিষয়ক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং ”বিশ্ব ঐতিহ্য সুন্দরবন” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। বিকাল ৫টায় শহীদ মিনার চত্বর অনুষ্ঠিত হয় ”সুন্দরবন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চদ্র বিশ্বাস, বাদাবন সংঘ’র নির্বাহি পরিচালক লিপি রহমান। সুন্দরবন দিবসের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস ও শারমিন। এ সময় বক্তারা বলেন আমরা সুন্দরবন তৈরি করি নাই। সুন্দরবন যদি একবার শেষ হয়ে যায় সমুদ্র যে ভাঙ্গন সৃষ্টি করবে সেই ভাঙ্গন থেকে রক্ষা করার কোন উপায় থাকবে না।