বিশেষ প্রতিনিধি বগুড়া:

গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়াগাড়ী হারিয়ে যেতে বসেছে এ জনপদ হতে। এটিকে শহুরে জীবনযাত্রায় স্মৃতি পাতায় অম্লান রাখার নিমিত্তে শুক্রবার দিনব্যাপী বগুড়ার কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া লিমিটেড এর ‘কেক এম্পোরিয়াম’ নামে নতুন শাখার প্রচারণায় নামে সাজোঁয়া ঘোড়াগাড়ীর বহর নিয়ে শৈল্পিক সাজে ব্যান্ডদল। যা ছিল বড়দের অতীতকে মনে করে দেয়া ও ভবিষ্যত প্রজন্মের জন্য অজানাকে জানা, অদেখাকে দেখা কৌতুহলের পরিপূর্ণতা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে