বিশেষ প্রতিনিধি বগুড়া :

বগুড়ার ধুনট উপজেলার হাঁসখালী গ্রামে গীতা, শরীর চর্চা, যোগ ব্যায়াম ও নৈতিকতা শিক্ষা কেন্দ্রের শুভ যাত্রা শুরু করেছে। শুক্রবার শিক্ষা কেন্দ্রের ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে সনাতন ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্ গীতা বিতরনের মধ্য দিয়ে শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।স্বর্গীয় নগেন্দ্র নাথ ঘোষ মহাশয়ের পত্নি শ্রীমতি গীতা রাণী ঘোষ, টেলি কর্মকর্তা স্বপন কুমার ঘোষ, ডা.অমল কুমার ঘোষ, প্রকৌশলী দিপক মন্ডল, বাইং কর্মকর্তা সুমিত কুমার ঘোষ (বিশ্বনাথ), ব্যবসায়ী প্রশান্ত কুমার ঘোষসহ অনেকেই সার্বিক সহযোগিতায় করেন। হাঁসখালী গ্রামের যুব সমাজের পরিচলনায় গীতা, শরীর চর্চা, যোগ ব্যায়াম ও নৈতিকতা শিক্ষা কেন্দ্রেটি সামাজিক ভাবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠা লাভ করবে বলে মনেকরে স্থানীয় বিশিষ্ট জনেরা।শিক্ষক তপন কুমার সরকার প্রদীপের তত্বাবধানে এসময় সমাজ সেবক শ্রী অতুল চন্দ্র মন্ডল, শিক্ষক শ্রী অরুন কুমার ঘোষ, নিমাই কুমার ঘোষ, সজিব কুমার ঘোষ, ব্যবসায়ী সুজন কুমার ঘোষ, কানু কুমার ঘোষ, শ্রীমতি হেনা রানী রাজভর, সাংবাদিক কারিমুল হাসান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে