বিশেষ প্রতিনিধি, বগুড়া :

বগুড়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা , অস্বচ্ছল ভাতাভোগীদের মাঝে মোবাইল ব্যাংকিং নগদরে মাধ্যমে ভাতা প্রদানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বদরুজ্জামান খান-এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশের ৪৮ জেলায় নগদ বাকি জেলায় বিকাশের মাধ্যমে মানুষের ভোগান্তি কমাতে সরকার ভাতাভোগীদের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় বগুড়া ১ লক্ষ, ৯২ হাজার সুবিধাভোগীরা এ সুযোগ পাচ্ছেন বলে জানান।
এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যাবে বয়স্ক-বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা। সুবিধাভোগীদের সহজেই ‘নগদ’ এর মাধ্যমে তুলতে পারবে তাদের ভাতার টাকা। রাজশাহী বিভাগের মধ্য বগুড়ার দুর্গাপুর ইউনিয়নেই প্রথম এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সদস্য শাজাহান আলী, আশেকুর রহমান, আজিজার রহমান, আজাহার, আ: হান্নান, ফরিদ উদ্দিন, জালাল উদ্দীন ব্রজ রাখাল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে