সুকুমার বাবু দাস, স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন, আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পঞ্চগড় মাগুরা প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এর মাগুড়া ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দোলে দোলে এসে ব্যানার হাতে নিয়ে শ্রমিকরা আনন্দ-উল্লাসের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি শাহীন রেজা মিঞা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সড়ক পরিবহন এর সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবু, উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পঞ্চগড় সদর উপজেলা শাখার মাটি কাপানো বক্তা জনাব শাজাহান সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল, উপস্থিত ছিলেন ৯নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বাবুল , উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি, মোঃ ছয়ফুল আলম, পঞ্চগড় সদর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ মামুনুর রশিদ লায়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শ্রী জ্যোতিষ রায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পৌর শাখার সভাপতি মোঃ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়নের শ্রমিক লীগের আহবায়ক মোঃ লতিফুল ইসলাম রাজু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের মাগুরা ইউনিয়ন এর যুগ্ন আহবায়ক মোঃ হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন পঞ্চগড় ১নং পৌর ওয়াডের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া প্রমুখ।