ক্ষুধা
শাহরিন সুলতানা
সংগ্রাম দুর্জয়
প্রীতির চাহনি নয়
নয়কো ক্ষোভের
চিহ্নহীন লোভের
উদরে উথলায় পাবক
জড়তায় শুকনো মুখ
মেদিনী ঝাপসা,একটু আঁধার
এ চাহনি ক্ষুধার।
আয়ুর সীমান্ত
অপলকে খোঁজে বৃদ্ধ
শিশু কৌতুহলে
বুনাইলে বুলি
বিচারে দোষী খোদা
জীবনের এক বাঁধা
শতো বুঝ
বাড়িয়ে খুদ ভূজ
জড়িয়ে মুছিল জননী নয়ন
অনাহারে নিয়মিত শয়ন।
দুঃখের ফাঁস
দরিদ্র বিলাস
বিস্ফোরিল ইচ্ছা
উপদেশে মৃতব্ৎসা
” অন্য জুটিলে পরে
জমাও কালকির তরে
আজি কাটাও অনাহারে
নিভাও উদর অনল নীরে।”
একটু দূরে
ঐ দেখা যায় ঘরে
মিট মিট বাতি জ্বলে
হাসি উল্লাস ভাসে জলে স্থলে
পাচ্য অন্নের পাহার
মোরা দিশারী তাহার
যদি কভু মেলে
তাহা গুপ্তধনের সমতুলে।
জ্ঞানী গুণী
মুক্তা মুনী
কহে
ইহা অন্নের অভাব নহে
সর্বত্র প্রীতির ঊদয়ে
নিরাশ্রয়ে ক্ষুধা হারাইবে ভয়ে।
বিঃদ্রঃ;..গরীবের ক্ষুধা অন্নের অভাবে না,এ অভাব মানুষের প্রতি মানুষের প্রীতি- ভালোবাসার, মায়ার ।