সুমন কুমার সাহা, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে ৩৫০টি দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সারিয়াকান্দি কালিতলা ঘাটে এই কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া বিপিএম (বার) । আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া পুনাকের সভানেত্রী রোমানা আশরাফ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল সাবিনা ইয়াসমিন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ বদিউজ্জামান, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা, পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মুঞ্জুরি ইসলাম প্রমুখ। এছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং বগুড়া পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় দরিদ্র পরিবার, মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও তৃতীয় লিঙ্গের মানুষের হাতে কম্বল তুলেদেন উপস্থিত অতিথিবৃন্দ।