টিপু সুলতান নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাত ডাকাত হেলাল হোসেন হেলাঞ্চি (৫০) গ্রেপ্তার হয়েছে। নন্দীগ্রাম থানা পুলিশ ২৪ জানুয়ারি ঢাকা রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার নামে নন্দীগ্রাম থানাসহ  বিভিন্ন থানায় ৯ টি জিআর মামলার ওয়ারেন্ট ছিলো। এরমধ্যে সে ১ টি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী।

হেলাল হোসেন হেলাঞ্চি উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের গমের উদ্দিন মুন্সির ছেলে। সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিলো। ২৫ জানুয়ারি থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে