এস কে সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারাদেশে ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে মুজিববর্ষে উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৭ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ১০৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারদের মাঝে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, নবনির্বাচিত পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রকল্প অফিসার সারওয়ার আলম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপভোগীরা সহ সাংবাদিকবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে