মোংলা প্রতিনিধি:

মুজিববর্ষে আশ্রায়ন প্রকল্পের আওতায় মোংলায় ভূমিহীন ও গৃহহীন ৫০ টি পরিবারের মাঝে ৫০ টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

মুজিব শতবর্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে
শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টায় গনভবন থেকে সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই অংশ হি‌সেবে ‌বা‌গেরহাট জেলার মোংলা উপ‌জেলা মাঠ প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বা‌গেরহাট ৩ আস‌নের মাননীয় সংসদ সদস্য, বন প‌রি‌বেশ ও জলবায়ু প‌রিবর্তন মন্ত্রণাল‌য়ের মাননীয় উপমন্ত্রী বেগম হা‌বিবুন নাহার। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নয়ন কুমার রাজবংশী,মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী,মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের হাওলাদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুননাহার হাই,নব নির্বাচিত মোংলা পৌরসভার মেয়র ও মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলামস প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে