কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কৈইগাড়ী গ্রামে গাছ কেটে এতিমের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কৈইগাড়ী গ্রামের মৃতঃ কাবিল হোসেনের পুত্র এতিম রনি (৭) এর দখলকৃত জায়গায় গত শুক্রবার দুপুরে একই গ্রামের মৃতঃ আহম্মাদ আলীর পুত্র বাবু (২৬) তার লোকজন নিয়ে জোরপূর্বক বেড়া ভেঙ্গে জায়গায় থাকা ২টি আম গাছ ও জিগার গাছ কেটে দখলের চেষ্টা করে। এ সময় তার ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে অভিযুক্ত বাবুর সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে