নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের (৫৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা এমপি ইসরাফিল আলম সোমবার সকাল ৬টা ২০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর থেকে তিনি ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

এদিকে এমপি ইসরাফিলের মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, ‘শ্রমিক রাজনীতি দিয়েই তার রাজনীতিতে পদার্পণ। তিনি সংসদে সবসময় খেটে-খাওয়া সাধারণ মানুষের কথা তুলে ধরতেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারালো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে