অবলীল জীবন
আব্দুল কাদের প্রিয়
ধনানজয়া আমি এক কুষ্ঠ রোগে ভুগি,
সাবলীলতাদের মাঝে আমি দৃষ্টি প্রতিবন্ধী।
ভুক্তভোগী নিজেকে নিয়ে শুধুই আরৎনাত,
ছুটে ছুটে ঘুরে ঘুরে তবু কেউ দিলোনা কর্ণপাত ।
একটি কোকিল হঠাৎ উরে বসিলো মোর কাছে,
খেয়ে গেলো জল নিয়ে গেলো ফল,
গান শুনাবে বলে।
শত শত দিন কেটে গেলো মিছে তাকিয়ে তার পথে,
হিসাবের খাতায় কেউ কি আর চোখ বুলিয়ে দেখে।
চিরহরিৎ সিরমনিতে বিকশিত তুমি আজ,
আমার কাল হয়েছে নিঃশ্রেয় ঘনিয়ে অন্ধকার।