আবুতৌহিদ,আটোয়ারী, (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসে সুচনা করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্লোগান সহ একটি বণার্ঢ়্য র্যালী দলীয় কার্যালয় হতে বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুস্পস্তবক অর্পণ সহ এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল করিম, সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।