বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় বিদেশী পিস্তল ও গুলিসহ এক কৃষককে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যাক্তি হলেন, মোঃ ফারুক ছেপাই(৫১)। সে বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত-এনায়েত ছেপাইর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন আমড়াগাছিয়া বাজারস্থ ইসলামী ব্যাংক এর সামনে অভিযান পরিচালনা করে ঐ কৃষককে কে আটক করে র্যাব। এসময় তার দেহ তল্লাশি করে আসামীর দখল হতে এক টি বিদেশী পিস্তল,এক টি ম্যাগাজিন,এক রাউন্ড পিস্তলের গুলি,একটি মোবাইল ফোন,দুই টি সীমকার্ড এবং নগদ ১,১৪০/-(এক হাজার একশত চল্লিশ) টাকা উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।