কাহালু(বগুড়া ) প্রতিনিধিঃ

বগুড়ার কাহালু থানা পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী রনি প্রাং (২৭) কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের সোবহান আলী ওরফে অফনের পুত্র। জি আর মামলার গ্রেফতারকৃত আসামীরা হলেন কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামের মৃতঃ নবির উদ্দিনের পুত্র নজমল হক ফকির (৫৫), মোজাহার হোসেন মজো ((৪০), নজমল হক ফকিরের পুত্র সেলিম ফকির (৩০), নজরুল হকের পুত্র সোহেল রানা (২৭),মোজাহার হোসেন মজোর পুত্র দুলাল হোসেন (১৮) ও মৃতঃ আজিজার রহমানের পুত্র জাহাঙ্গীর হোসেন (২৩)।

কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। যৌতুক মামলায় পারিবারিক আদালত গ্রেফতারকৃত আসামী রনি প্রাংকে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে