রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী পবা উপজেলার অর্ন্তভুক্ত ৮-নং বড়গাছী ইউনিয়নের সকল শ্রেণী, সকল পেশাজীবি মানুষকে ইংরেজি 2021 নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সারোয়ার জাহান (বিপ্লব), আকাশ সরকার, রমজান আলী (শুভ), সুমন সরকার, নাহিদ।
নতুন বছরের শুভেচ্ছা বানীতে
সাংবাদিক সারোয়ার জাহান বিপ্লব বলেন- ২০২০ ইংরেজি বছরটি নানা ঘটনা-অঘনের মাধ্যমে আলোচিত। অনেক অপ্রাপ্তি ও বিরুপ পরিস্থিতির সাক্ষীর পাশাপাশি রয়েছে কিছু ভালো প্রাপ্তিও। অপ্রাপ্তি ও বিরুপ পরিস্থিতি থেকে অভিজ্ঞতা, মন্দ থেকে শিক্ষা আর ভালো ও প্রাপ্তি গুলোকে পুঁজি করেই আবার শুরু হোক নতুন বছরের পথচলা। নতুন বছর মানেই নতুন প্রত্যাশা, নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহনের মত মানসিকতা, শক্তি ও সামর্থ্যই সৃষ্টিকর্তার কাছে চাওয়া।
নতুন বছরে সবার জীবন অনেক অনেক শুভ হোক, সুখ- শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকুক সবার জীবন এই কামনাই করছি।
Happy New Year 2021 to all