মোংলা প্রতিনিধি:

মোংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তোরণ সম্ভলিত ছবিতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

মোংলায় পৌর নিবার্চনে পৌর এলাকার ১ নম্বর জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষ্যে নির্মিত নৌকা প্রতীকের তোরণ সংবলিত বঙ্গবন্ধুর ছবিতে শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে তোরণে বঙ্গবন্ধুরছবির লম্বালম্বী-মাঝামাঝি পুড়িয়ে দিয়েছে।খবর পেয়ে (২ জানুয়ারি) শনিবার সকাল স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত কোরছে। এখনও পর্যন্ত কউকে সনাক্ত করা যায়নি। তবে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে